সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
সবশেষ খবর :
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা উলিপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড় উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উলিপুরে শুরু হলো ২৯ তম বইমেলা: সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা উলিপুরে আদালত থেকে ফেরার পথে চাচাকে অপহরণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে “বাপ্পারাজ অবশেষে খুঁজে পেলেন হেনাকে” পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু

কুড়িগ্রামে হাসপাতাল থেকে ঔষুধ পাচারের সময় আটক এক নারী

নয়ন দাস।। কুড়িগ্রাম / ৬২৯ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

কুড়িগ্রাম জেলার জেনারেল হাসপাতাল থেকে বিপুল পরিমাণ এর ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শাহেদা নামে ওই নারী একটি ট্রাভেল ব্যাগে করে পেলটকস-২ এবং পেনটিড মেগাপিল এর তিনশ ৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হন।এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাগটি খুলে সেখানে বিপুল সংখ্যক ইনজেকশন দেখতে পান। পরে ঐ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শাহেদার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে। ঘটনার সত্যতা এরই মধ্যে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন। সরকারি ইনজেকশন পাচারের সময় নারী আটকের কথা স্বীকার করে তিনি জানান,আমরা তদন্ত করে দেখব যে; ইনজেকশনগুলো ঠিক কোথাকার।এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানায়,ঔষুধ পাচারের ঘটনায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে এক নারীকে আটক করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ করেনি।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।