শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সবশেষ খবর :
গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান

শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পাড়ি জমাচ্ছে ঢাকা

এম সাহেব আলী মন্ডল।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৩১৪ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকার যাত্রী হয়ে পাড়ি জমাচ্ছে ঢাকায়। সড়কপথে দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলোতে দ্বিগুন ভাড়া গুনতে হয়। রাস্তায় যানজটে পড়লে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। তাইতো স্বল্প ভাড়ায় নৌপথে ঢাকা যেতে হামলে পড়ছে শ্রমিকরা। উলিপুরের পালেরঘাট থেকে প্রতিনিয়ত ছেড়ে যাচ্ছে নৌকাগুলি। শনিবার সকালে পালেরঘাটে গিয়ে দেখা যায়,প্রতিটি নৌকায় দেড় থেকে ২০০ শ্রমিক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শ্রমিকদের গন্তব্যস্থল সিরাজগঞ্জ, ভুয়াপুর, টাংগাইল, ঢাকা ও নারায়নগঞ্জ বলে জানা গেছে। নৌকায় জনপ্রতি ভাড়া নিচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। চাকুরী বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই নদীপথে যাত্রা। গার্মেন্টস শ্রমিক মমিনুল ইসলাম, আব্দুর রহিম ও চায়না এ প্রতিনিধিকে জানান, আগামীকাল গার্মেন্টস খুলবে। তাই যেভাবে হোক ঢাকা পৌঁছাতে হবে। তারা বলেন, সড়কপথে ঢাকা যেতে বাসভাড়া ১৩শ থেকে ১৪শ টাকা। নদীপথে ৫ থেকে ৬শ টাকা। তাই নৌকায় যাচ্ছি। নৌকার মালিক নিরাসা বলেন, তেলের দাম বেশী হওয়ায় তেমন একটা পোষায় না।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।