সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
সবশেষ খবর :
সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জাহ্নবী

কুড়িগ্রামনিউজ২৪.কম অনলাইন ডেস্ক: / ৩১৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যারিয়ারে খুব অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে তার নানান পরিকল্পনা। বিশেষ করে বিয়ে, সংসার এবং সন্তানের বিষয়ে অনেক কিছু ভেবে রেখেছেন জাহ্নবী।

কিন্তু অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা জমকালো আয়োজনে বিয়ে করার কোনো ইচ্ছা নেই অভিনেত্রীর। সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শোতে হাজির হয়ে বিয়ে ও তার পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

জাহ্নবী বলেন, তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করার ইচ্ছা আমার। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। পাশাপাশি তিরুপতি অঞ্চলেই নিজের পরিবারের সঙ্গে থাকব। শুধু তাই নয়, তিন সন্তান হবে আমাদের।

অভিনেত্রী আরও বলেন, প্রতিদিন কলাপাতায় একসঙ্গে খাব আমরা। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব। কখনও বা আবার মণিরত্নমের সিনেমার গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব। নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠারও ইচ্ছা রয়েছে বলে জানান জাহ্নবী।

তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়িতে? যদিও সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি জাহ্নবী।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।