মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা

কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক / ৬০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মৃত এক অধ্যাপকের নাম পদায়ন করার ঘটনায় সম্প্রতি সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপকের মধ্যে মো. জামাল উদ্দীনের নাম কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু, দুঃখজনক যে, জামাল উদ্দীন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছিলেন।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন  নিশ্চিত করে জানান, জামাল উদ্দীন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন এবং তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

অধ্যাপক জামাল উদ্দীনের মৃত্যু পরবর্তী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এ বিষয়ে প্রশ্ন উঠছে, কিভাবে একজন মৃত ব্যক্তির নাম পদায়নের তালিকায় এসেছে। শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা প্রকাশিত হয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।