মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা

উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক / ১২৪ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ফাইল ছবি 

সারাদেশের ন্যায় উলিপুরেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন। এবং সকাল ১০ টা থেকে উলিপুর উপজেলার টোটাল পরীক্ষা কেন্দ্র ৭ টি, টোটাল শিক্ষার্থী ৫২৫৬ জন,১১৭ জন অনুপস্থিত, বহিস্কার রয়েছেন একজন, এছাড়া সব কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা চলবে বেলা ১ টা পর্যন্ত। পরীক্ষার্থী পরীক্ষায় টোটাল ৫১৩৯ জন অংশগ্রহন করছেন, এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

ফাইল ছবি


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।