শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বই বিতরণ উৎসব পালন

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫২৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

পৌষের কনকনে শীতকে উপেক্ষা করে কুড়িগ্রামে একযোগে ৮৩৬টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। বছরের শুরুতে কড়কড়ে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১৩২ জন শিক্ষার্থীর হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫২৫ টি নতুন বই তুলে দেয়া হবে। এছাড়াও ১২৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সরকার এবারও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। এখন যুগের সাথে তাল মেলাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদেরকেও আরো বেশী মনযোগ দিয়ে পড়াশুনা করতে হবে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।