বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড় উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উলিপুরে শুরু হলো ২৯ তম বইমেলা: সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা উলিপুরে আদালত থেকে ফেরার পথে চাচাকে অপহরণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে “বাপ্পারাজ অবশেষে খুঁজে পেলেন হেনাকে” পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লংমার্চ

বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জাহ্নবী

কুড়িগ্রামনিউজ২৪.কম অনলাইন ডেস্ক: / ১৬০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। ক্যারিয়ারে খুব অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে তার নানান পরিকল্পনা। বিশেষ করে বিয়ে, সংসার এবং সন্তানের বিষয়ে অনেক কিছু ভেবে রেখেছেন জাহ্নবী।

কিন্তু অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা জমকালো আয়োজনে বিয়ে করার কোনো ইচ্ছা নেই অভিনেত্রীর। সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শোতে হাজির হয়ে বিয়ে ও তার পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।

জাহ্নবী বলেন, তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করার ইচ্ছা আমার। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। পাশাপাশি তিরুপতি অঞ্চলেই নিজের পরিবারের সঙ্গে থাকব। শুধু তাই নয়, তিন সন্তান হবে আমাদের।

অভিনেত্রী আরও বলেন, প্রতিদিন কলাপাতায় একসঙ্গে খাব আমরা। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব। কখনও বা আবার মণিরত্নমের সিনেমার গান চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব। নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠারও ইচ্ছা রয়েছে বলে জানান জাহ্নবী।

তাহলে কি খুব শিগগিরেই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়িতে? যদিও সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি জাহ্নবী।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।