বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ কুড়িগ্রামের উলিপুরে এক সড়ক দুর্ঘনায় মৃত শিশুকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু চিলমারীর ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার অনলাইনের জুয়া আসক্তি: আধুনিক যুগের এক নব্য ব্যাধি উলিপুরে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ রাজারহাটে বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত উলিপুরে চেতনা ক্লাব ও পাঠাগারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে

উপদেষ্টা পদ ছাড়লেন, নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার উদ্যোগ নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম: / ৩৭০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তার সরকারি দায়িত্ব থেকে সরে গিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন, প্রশাসনিক দায়িত্ব পালনের চেয়ে জনগণের সঙ্গে সরাসরি কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ।

 

আজ (১৫ ফেব্রুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে এবং যারা এতে যোগ দিতে চান, তাদের জন্য সরকারি পদ ধরে রাখা সম্ভব হবে না। তিনি বলেন, “চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কয়েক দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।”

নাহিদের নেতৃত্বে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন সংঘটিত হয়, যা পরবর্তীতে ব্যাপক গণসমর্থন লাভ করে। একপর্যায়ে এটি সার্বজনীন আন্দোলনে রূপ নেয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নাহিদ ইসলাম এখন সরাসরি রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে চান এবং জনগণের জন্য কার্যকর ভূমিকা রাখতে চান। তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।