শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সবশেষ খবর :
সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চিলমারীতে সরিষা ফুলে ছেঁয়ে গেছে ফসলের মাঠ

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৬৮৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের চিলমারীতে সরিষা ফুলে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। অগ্রাহায়নের হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল। সরিষা ফুলের হলুদ রঙে রঙে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি এবারে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার চরাঞ্চলগুলো সরিষা চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে উপজেলার থানাহাট, রাণীগঞ্জ, রমনা, অষ্টমিরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষমাত্রা অনুযায়ী চাষও করা হয়েছে। কৃষকরা অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল(উফশি) বারী-১৪,১৫,১৬,১৭ ও ১৮ জাতের সরিষা চাষ করে। এ জাতের সরিষার আবাদ মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে প্রায় দেড় হাজার কেজি ফলন পাওয়া যায়। থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকার কৃষক সাজু মিয়া জানান, আমন মৌসুমের আগাম জাতের ধান এজেড কাটার পর বারী-১৪ জাতের সরিষা চাষ করা হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।  বাজারে ভালো দাম পেলে কৃষকরা শরিষা চাষে ঝঁকে পড়বে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষান দাস জানান, সরিষা পরিচর্যার জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। বারী-১৪ সহ অন্যান্য উন্নত জাতের সরিষা ৭৫-৮০ দিনের মধ্যে কেটে নির্বিঘ্নে ঐ জমিতে ইরি বোরোর চাষ করা যায়। এজন্য কৃষকরা সরিষা চাষকে লাভের ফসল হিসাবে অভিহিত করে থাকেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।