রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সবশেষ খবর :
ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা উলিপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক / ৩৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ধানক্ষেতে বেগুনি চারায় ফুটে উঠেছে বাংলাদেশের মানচিত্র। এই অনন্য সৃজনশীল উদ্যোগের পেছনে রয়েছেন একজন স্কুলশিক্ষক—জাফর সাদিক। তার এই ব্যতিক্রমী কাজ ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

উলিপুর-নাজিমখান সড়কের পাশে বিস্তৃত ধানক্ষেতে দৃশ্যমান মানচিত্রটি তৈরি করেছেন তিনি। জাফর সাদিক পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি রয়েছে তার গভীর আগ্রহ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে তার সঙ্গে কথা হয়। জাফর সাদিক বলেন,

“আমি পেশাদার কৃষক নই, তবে প্রতি বছর নিজস্ব ও বর্গা জমিতে চাষাবাদ করি। এবার এক একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চারা রোপণ করেছি। পাশাপাশি বেগুনি জাতের বিশেষ চারা দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলতে।”

তিনি আরো জানান,

“স্কুল জীবন থেকেই দেশের স্বাধীনতা সংগ্রাম ও মানুষের প্রতি গভীর শ্রদ্ধাবোধ গড়ে উঠেছে। সেই অনুভূতি থেকেই প্রতিবছর ধানক্ষেতে দেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ কিংবা দেশাত্মবোধক কোনো চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি।”

তার বিশ্বাস, এমন কাজে শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এবং ইতিহাস সম্পর্কে আগ্রহ বাড়বে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে দেশকে ভালোবাসার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে চান তিনি।

জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সমাজ সচেতনতা ও সৃজনশীল চাষাবাদের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে একজন ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছেন তিনি।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।