শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক / ২২ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নাগেশ্বরী থানার কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মাইদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আব্দুস ছামাদ, গ্রাম: গোপালপুর বোর্ডেরহাট এবং মো. রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম: দক্ষিণ রামখানা। উভয়ের বাড়ি নাগেশ্বরী থানার অন্তর্গত কুড়িগ্রাম জেলায়।

নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এ গাঁজা জব্দ করা হয়। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান।

তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। এই কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা সকলের সম্মিলিত সহায়তা কামনা করছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।

 

 


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।