কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নাগেশ্বরী থানার কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মাইদুল ইসলাম (৩৮), পিতা-মৃত আব্দুস ছামাদ, গ্রাম: গোপালপুর বোর্ডেরহাট এবং মো. রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম: দক্ষিণ রামখানা। উভয়ের বাড়ি নাগেশ্বরী থানার অন্তর্গত কুড়িগ্রাম জেলায়।
নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এ গাঁজা জব্দ করা হয়। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান।
তিনি বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। এই কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা সকলের সম্মিলিত সহায়তা কামনা করছি।”
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।