বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা

চিলমারীতে নয়ারহাট ইউনিয়ন ভােটগ্রহণ কাল

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫৭০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কুড়িগ্রামের চিলমারী উপজলার নয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাল বুধবার (১৫ জুন) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইকবাল হােসেন জানান,
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৯টি ভােট কেন্দ্রে ৯ হাজার ৭‘শ ৮৮জন ভােটার তাদের ভােটাধিকার প্রয়োগ করার করবেন। এই ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদ ৪জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে মোট ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৩০জন প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন।
এবিষয়ে চিলমারী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা( ওসি) মোঃ আতিকুর রহমান বলেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভােট গ্রহণের জন্য নিবাহী ম্যাজিট্রেট ৩ জন,পুলিশ ১৬৬ জন, এবং ৯ টি কেন্দ্র মোট ১৫৩ জন আনছার দায়িত্ব পালন করবেন। এদিকে ইতােমধ্যে মঙ্গলবার সকালে নির্বাচনী মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানাে হয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।