রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সবশেষ খবর :
সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হঠাৎ শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৭২১ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

দিনাজপুরে হঠাৎ করেই শীত চলে এসেছে। ঘন কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে । সকালের দিকে ঘন কুয়াশার মাত্রা এত বেশি থাকে যেন একটু দূরেই কিছু দেখা যায় না ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে থেকে কমতে কমতে সকাল নয়টা পর্যন্ত ১৫ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ বলে জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

মোটা কাপড় পরিধান করে মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে রেব হচ্ছে। শহরের বেশিভাগ সড়কে ছোট যান চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। তবে সাড়ে ৯টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

এদিকে বাতাসের মাত্রা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ঠান্ডা অনুভূত বেশি । তবে ঘাসের উপর শিশির বিন্দু কনা  অপুরুপ সৌন্দর্য শোভা ছড়াচ্ছে ।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। উত্তরের জেলাগুলোয় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এখন থেকে প্রতিদিন তাপমাত্রা কমতে থাকবে আর ঠান্ডার মাত্রা বাড়তে থাকবে ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।