শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪১৭ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম (৩২) ওই এলাকার মৃত ফাকু শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ীর লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। শুক্রবার সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের তিনটি টিম কাজ করছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় যারা জড়িত, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যেই হোক, ধরা তাকে পরতেই হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।