শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

উলিপুরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম: / ৫৯৫ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ৭ জুন, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে কয়েকটি পরিবারের জমি অধিগ্রহণ না করে টি বাঁধ নির্মাণের অভিযোগ এনে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, শাহানুর আলম ফুলূ সরকার।

জানা যায়, গুনাইগাছ ইউনিয়নে নদী ভাঙ্গন প্রতিরোধে নাগড়াকুড়া বাজারের সন্নিকটে টি বাঁঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ৪ একর কৃষি জমির উপর ২০১৬/১৭ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেড় কিলোমিটারে ওই টি বাঁধ। লিখিত বক্তব্যে ফুলু সরকার বলেন, আর এস রেকর্ড মূলে আমাদের দখলীয় ৪ একর জমি অধিগ্রহন না করে টি বাঁধ নির্মাণ করা হয়। ফলে আমরা প্রতি বছর কৃষি পণ্য উৎপাদন ও বিপনণ হতে বঞ্চিত হচ্ছি। এমতাবস্থায় আমাদের জমিগুলো অধিগ্রহন করে ন্যায্য মূল্য দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন জানাচ্ছি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, টি বাঁধ নির্মাণের সময়কালে ওই জায়গা নদী থাকায় অধিগ্রহণ করার প্রয়োজন হয় নাই।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।