রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন

কুড়িগ্রাম নিউজ ২৪ ডেস্ক / ২৩ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন উপলক্ষে ক্ষেতমজুর সমিতি একটি র‍্যালি করেন, ১৮-০৪-২০২৫ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় র‍্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে উলিপুর শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে আলোচনা সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সভাপতি দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ আনসার আলোচনা সভায় বক্তরা জানান মাঠে খেটে খাওয়া দিনমজুর মানুষের ন্যায্য পাওনা আদায় এর লক্ষ্যে আমাদের এই কমিটি গঠন, আমরা মাঠে খেটে খাওয়া মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো।

 

এসয় আমন্ত্রিত অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী উপেন্দ্রনাথ রায়, সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা, নুর মোহাম্মদ আনসার সভাপতি বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটি, এ্যডভোকেট প্রদীপ কুমার রায় সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উলিপুর উপজেলা শাখা, মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য। নব গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ বাপ্পা, সভাপতি দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক সুনীল চন্দ সরকার, সহ সভাপতি সুভাষ চন্দ্র বর্মন,সদস্য সচিব বাবু মহিলা সদস্য আলেয়া বেগম, আরও অন্যান ব্যক্তিবর্গ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারে সাংবাদিক বৃন্দ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।