বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

চিলমারীতে ফুটপাত দখল, যত্রতত্র পার্কিংয়ে ভোগান্তিতে পাথচারীরা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৭৩৭ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট বাজার সড়কে  এলাকার ফুটপাত ও সড়কেই দোকান পাট গড়ে তোলায় যানজট এখন নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে পথচারীদের। এতে করে রাস্তায় চলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের । ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসেনের কাউকে অভিযান করতে দেখা যায়নি।  এছাড়াও বাজার এলাকার প্রায় সবখানে অটোরিকশা, অটো, ভ্যানসহ বিভিন্ন যানবাহনও সড়ক দখল করে রাখেছেন।
সরেজমিনে থানাহাট বাজার, জোড়্গাছ বাজার, মাটিকাটামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এক শ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালিয়ে আসছেন ব্যস্ততম এই এলাকায় এমনিতেই মানুষ এবং যানবাহনের চাপ বেশি, তার ওপর সড়ক ও ফুটপাত দখল। ফলে ব্যাপক যানজটের কবলে পড়তে হছে স্থানীয়দের। একপথচারী রফিকুল ইসলাম বলেন, বাজারে দুই ধারের দোকান আর বিভিন্ন গাড়ি গুলো যেখানে সেখানে অবস্থান করায় ভোগান্তির একটি কারন হয়ে দাড়িয়েছে।  ব্যবসায়ী হাবিবুর জানান, যত্রতত্র গাড়ী পার্কিং করায় ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থা সমিতির সভাপতি আলহাজ্ব মাহাফুজার রহমান মঞ্জু বলেন, কিছু ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে আছে। আমি এ বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। এই বাজার গুলিতে যানজট যেন আর সৃষ্টি না হয়।এই জন্য সরকারের কাছে পদক্ষেপ নেয়ার জন্য জোড় দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহবুবুর রহমান বলেন, সরেজমিন গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।